22 Aug, 2025 | 09:42:47 AM
Logo

জসিমননেছা উচ্চ বিদ্যালয়

JASIMONNESSA HIGH SCHOOL

EIIN: 109609
স্থাপিত: ১৯৬৭ ইং
প্রতিষ্ঠানের ইতিহাস

জসিমন্‌নেছা উচ্চ বিদ্যালয়


জসিমননেছা উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ১লা জানুয়ারি—একটি স্বপ্ন নিয়ে, এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালানোর দৃঢ় প্রত্যয়ে। ষাট দশকের প্রথম দিকে বেজড়া, ভাটরা দুই গ্রামের বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানসে দুই গ্রামের মধ্যবর্তী স্থানে মনোরম পরিবেশে এ বিদ্যালয়টি স্থাপনের পরিকল্পনা করেন। বিশিষ্ট আইনজীবি মরহুম আঃ সালাম খান সাহেবের প্রয়াত মাতা এর নামানুসারে এ বিদ্যালয়টির নামাকরণ করা হয়। বিদ্যালটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আলহাজ্ব মতিয়ার রহমান খান। ১৯৬৭ সাল হতে বিদ্যালয়টির পুর্নাঙ্গ কার্যক্রম চলছে । এখানে অধ্যয়ন করে অনেকেই আলোকিত ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন।


প্রতিষ্ঠার কিছু বছর পর, ১৯৭০ সালের ১লা জানুয়ারি, বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকেই এটি ধাপে ধাপে শিক্ষার মান ও পরিধি বাড়িয়ে আজকের অবস্থানে পৌঁছায়।

বিদ্যালয়টি EIIN 109609 নম্বরভুক্ত এবং এটি একটি সমবায় ভিত্তিক দিবা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছেলে ও মেয়ে উভয়ের জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। এখানে বর্তমানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিনটি শাখায় পাঠদান চালু রয়েছে।

শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষায় এ প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই নিজেকে এলাকায় এক আদর্শ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বহু ছাত্র-ছাত্রী এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে সাফল্যের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।

বিষয় তথ্য সারসংক্ষেপে:


প্রতিষ্ঠাকালঃ  ১ জানুয়ারি, ১৯৬৭
শিক্ষা বোর্ডঃ ঢাকা শিক্ষা বোর্ড
স্বীকৃতিরঃ তারিখ ১ জানুয়ারি, ১৯৭০
EIIN নম্বরঃ  109609
শিক্ষা শাখাঃ  বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক
শিক্ষা পদ্ধতিঃ সমবায় ভিত্তিক, দিবা শিফট
বিদ্যালয় কোডঃ ৬৯৪১  
উপজেলা কোডঃ ২৬০  
জেলা কোডঃ ৩৩  
পোষ্টঃ ভাটরা-বেজড়া  
পোষ্টকোডঃ ৮১৪০  
ইউনিয়নঃ খান্দারপাড়া  
উপজেলাঃ মুকসুদপুর  
জেলাঃ গোপালগঞ্জ  
শিক্ষা অঞ্চলঃ ঢাকা  
বিভাগঃ ঢাকা