22 Aug, 2025 | 11:03:30 AM
Logo

জসিমননেছা উচ্চ বিদ্যালয়

JASIMONNESSA HIGH SCHOOL

EIIN: 109609
স্থাপিত: ১৯৬৭ ইং
প্রতিষ্ঠানের ইতিহাস

জসিমন্‌নেছা উচ্চ বিদ্যালয়জসিমননেছা উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালের ১লা জানুয়ারি—একটি স্বপ্ন নিয়ে, এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালানোর দৃঢ় প্রত্যয়ে। ষাট দশকের প্রথম দিকে বেজড়া, ভাটরা দুই গ্রামের বিদ্যানুরাগী ব্যক্তিবর্গ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মানসে দুই গ্রামের মধ্যবর্তী স্থানে মনোরম পরিবেশে এ বিদ্যালয়টি স্থাপনের পরিকল্পনা করেন। বিশিষ্ট আইনজীবি মরহুম আঃ সালাম খান সাহেবের প্রয়াত মাতা এর নামানুসারে এ বিদ্যালয়টির নামাকরণ করা হয়। বিদ্যালটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম আলহাজ্ব মতিয়ার রহমান খান। ১৯৬৭ সাল হতে বিদ্যালয়টির পুর্নাঙ্গ কার্যক্রম চলছে । এখানে অধ্যয়ন করে অনেকেই আলোকিত ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন।প্রতিষ্ঠার কিছু বছর পর, ১৯৭০ সালের ১লা জানুয়ারি, বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে…

সভাপতির বাণী
তাসনিম আক্তার

সভাপতির বানী

"জসিমননেছা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষালয় নয়, এটি আমাদের স্বপ্ন, সাধনা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের কেন্দ্রবিন্দু। এখানে প্রতিটি শিক্ষার্থী যেন নৈতিকতা, জ্ঞান ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে গড়ে ওঠে, সেটাই আমাদের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ও প্রগতিশীল চিন্তার সঙ্গে শিকড়ের মূল্যবোধ বজায় রেখে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় জসিমননেছা উচ্চ বিদ্যালয় আগামী দিনে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।"

— সভাপতি
জসিমননেছা উচ্চ বিদ্যালয়

উপজেলা নির্বাহী অফিসার 
 বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ : ০২ জানুয়ারি ২০২৫
- তাসনিম আক্তার
প্রধান শিক্ষকের বাণী
অচিন্ত্য কুমার বিশ্বাস
আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমেই একমাত্র আত্মনির্ভশীল, দক্ষ ও মর্যাদা সম্পন্ন জাতি গঠন করা সম্ভব। বাংলাদেশের মত জনবহুল দেশের জন শক্তিকে জন সম্পদে পরিণত করার ক্ষেত্রে শিক্ষার কোনই বিকল্প নেই । শিক্ষা ব্যক্তির সর্বজনীন গুণাবলীর বিকাশ ও মানব সম্মদ উন্নয়নের নিয়ামক। তাই জাতীয় উন্নয়নের মূল নিয়মক শক্তি ও শিক্ষা। কাব্যিকছন্দে তাই তো বলা হয়েছে । শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান, কভু নাহি হবে এ জাতির কল্যাণ ।” অচিন্ত্য কুমার বিশ্বাস এম এ, এল এল বি, ডিপ-ইন এড (ঢাকা বিশ্ব বিদ্যালয়) প্রধান শিক্ষক জসিমন্‌নেছা উচ্চ বিদ্যালয়, বেজড়া-ভাটরা, মুকসুদপুর, গোপালগঞ্জ ।
- অচিন্ত্য কুমার বিশ্বাস
শিক্ষার্থীর কর্ণার
শ্রেণী মোট শিক্ষার্থী
৬ষ্ঠ
১০ম